Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাধারণ তথ্য

১। পল্লী পানি সরবরাহ ২০১৫-১৬ ও ২০১৬-১৭ এর অধিনে জনসাধারনের জন্য কমিউনিটি বেসিসে ২৪ টি হস্তচালিত নলকুপ ও ০২টি রেইন ওয়াটার হারভেসটিং স্থাপন কাজ প্রক্রিয়াধীন।

০২। ক) PEDP-3 ২০১৪-২০১৫ অধিনে প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ পানি সরবরাহের লক্ষে ৪১টি বিদ্যালয়ে হস্তচালিত নলকূপ বাস্তবায়ন করা হয়েছে এবং আরও বেশি কিচু নলকুপ স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

      খ) উল্লেখিত কার্যক্রমের াধীনে প্রাথমিক বিদ্যালয়ে পাঠরত কোমলমতি ছাত্র/ ছাত্রীগণের জন্য স্যানিটেশন ও হাউজিং সম্পর্কিত চিন্তা চেতনার অগ্রগতি সাধনের উন্নতমানের WASH BLOCK (টাইলস লাগানো) মটল চালিত পানি সরবরাহ ব্যবস্থা সহ বাস্তবায়ন কাজ চলমান। বর্তমানে ২১ বিদ্যালয়ে মোট ৩৭টি WASH BLOCK নির্মাণ কাজ চলমান।

 

৩। বিলযপ্ত সিটমহলে প্রথম পর্যায়ে ১৫টি হস্তচালিত নলকূপ ও ১৫টি অসেট ল্যাট্রিন বাস্তবায়ন কাজ চলমান।

৪। বিভিন্ন ইউনিয়নে বিদ্যামান কমিউনিটি ক্লিনিকের পানি সরবরাহ ব্যবস্থা ও স্যানিটেশন ব্যবস্থা আরও উন্নয়ন করতে বিভিন্ন কার্যক্রম গ্রহনের প্রক্রিয়া চলছে।

৫। সরকারী খাস পুকুর খনন পূর্বক নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহের প্রক্রিয়া চলছে।