Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

যোগাযোগ৪

সড়ক পথে-

ঢাকা থেকেঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক পথে লালমনিরহাট  পর্যন্তলালমনিরহাট হতে পাটগ্রাম মহাসড়ক পথে প্রায় ৫০ কিঃমিঃ হাতিবান্ধা উপজেলাপরিষদ।

যোগাযোগ৪ ঢাকার গাবতলী হতে পাটগ্রাম-বুড়িমারীর উদ্দেশে বিভিন্ন কোম্পিনীর বাস ছেড়ে আছে। বাসের সময়সূচি: সকাল ৮টা হতে  ৮.৩০ টার মধ্যে পর্যন্ত সকল বাস ঢাকার গাবতলী হতে ছেড়ে আছে।এবং রাত ৮.৩০টা হতে  ৯.৩০ টার মধ্যে সকল বাস ঢাকার গাবতলী হতে ছেড়ে আছে।

বাসের নাম:শাহ আলী পরিবহন ,হানিফ এন্টারপ্রাইজ, লালমনি এক্সপ্রেস,শুভ বসুন্দরা,জান্নাত পরিবহন,এস,আর ট্রাভেলস ইত্যাদি।

ভাড়া : এসি-৬০০/--৭০০/=টাকা ,নন- এসি-৪০০/--৫০০/=টাকা (পাটগ্রাম-বুড়িমারী পর্যন্ত)

 

 লালমনিরহাট হতে পাটগ্রাম মহাসড়ক পথে প্রায় ৫০ কিঃমিঃ হাতিবান্ধা উপজেলাপরিষদ।

যোগাযোগ৪ বাসে অথবা ট্রেনে (সকাল ৬টা হতে রাত ৮টা পর্যন্ত বাস )

 

নদী পথে- ঢাকার সাথে সরাসরি কোনোযোগাযোগ নেই।

 

রেল পথেঃহাতিবান্ধা উপজেলাপরিষদএর সহিত ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগ রয়েছে।হাতিবান্ধা-লালমনিরহাট পর্যন্ত লোকাল ট্রেনে ।তারপর লালমনিরহাট-সান্তাহার-পাবনা-সিরাজগঞ্জ-টাংগাইল-গাজীপুর- ঢাকা(কমলাপুর)

ট্রেনের নামঃ লালমনি এক্সপ্রেস  (ভাড়া প্রথম শ্রেণী-৬২০/=টাকা)